রায়পুর, ১৩ জুলাই (হি. স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৪ জুলাই রায়পুরে আসছেন। বিজেপি সূত্রে খবর, নির্বাচনী প্রস্তুতি নিয়ে রায়পুরে সংগঠনের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এর আগে ২২ জুন রায়পুর দুর্গে আয়োজিত বৈঠকে অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫ জুলাই বিজেপি রাজ্য অফিসে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর, তিনি ১৪ জুলাই আবার আসছেন। বিজেপির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসেই রায়গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের প্রস্তাব রয়েছে। সেই জন্যই অমিত শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।