নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ কৈলাসহর কালিপুর ১৩ নং ওয়ার্ড এলাকার বিজেপি জেলা কার্যালয় ভবনের মূল সড়কের উপর ড্রেন করা নিয়ে তুমুল ঝামেলার সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন খোদ মহকুমা শাসক৷ জানা যায় ওই এলাকার বাসিন্দা ফনি দত্ত নামে এক ব্যক্তি রাস্তার উপর দিয়ে আজ ড্রেন কেটে দেন৷ যার ফলে রাস্তাটি নষ্ট হয়ে যায়৷ এই বিষয়টি এলাকাবাসীরা জিজ্ঞাসাবাদ করলে উনি বলেন এটি আমার পৈত্রিক সম্পত্তি৷তাই সম্পূর্ণ অধিকার রয়েছে এই রাস্তার উপর৷এরপর ওই ব্যক্তি এলাকাবাসীদের গালিগালাজ করলে এলাকায় উপস্থিত হন ওই এলাকার কাউন্সিলর সিদ্ধার্থ রায়৷৷তিনি বিষয়টি পূর্ত দপ্তরকে জানালে পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আসেন এবং পরবর্তীকালে ঘটনাস্থলে আসেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার৷ মহকুমা শাসক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে মহকুমা শাসককে ওই ব্যক্তি জানায় আইনের যা ধারা রয়েছে তা প্রয়োগ করে আমাকে শাস্তি দিন৷ এরপর ঘটনাস্থল থেকে বিমুখ হয়ে মহকুমা শাসক চলে যান এবং বুঝতে পারেন ওই জায়গাটি ওনার নিজস্ব এবং পৈত্রিক সম্পত্তি৷ উনি ব্যবহার করার জন্য এলাকাবাসীদের দিয়েছেন৷ তাই উনার সম্পূর্ণ অধিকার রয়েছে এই রাস্তার উপর৷ পাশাপাশি উনার বাড়ির পাশে ড্রেনের অবস্থা খারাপ রয়েছে যার জন্য উনি এই কাজ করতে বাধ্য হয়েছেন৷ উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
2023-07-10