মনীশ সিসোদিয়ার জামিন-আর্জি শুনবে সুপ্রিম কোর্ট, ১৪ জুলাই শীর্ষ আদালতে শুনানি

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র নেতা মনীশ সিসোদিয়ার জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। আগামী ১৪ জুলাই শীর্ষ আদালতে সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হবে। ১৪ জুলাই দিনটি শুনানির দিন হিসেবে সোমবার তালিকাভুক্ত করেছে সুপ্রিম কোর্ট। মনীশ সিসোদিয়ার জামিন পাবেন কি-না, তা জানা যাবে ১৪ জুলাই।

প্রসঙ্গত, দিল্লি সরকারের নতুন আবগারি নীতি সংক্রান্ত সিবিআই এবং ইডি-র মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র নেতা মনীশ সিসোদিয়াকে জামিন দেয়নি দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ৬ জুলাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মনীশ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট সোমবার সিদ্ধান্ত নিয়েছে, ১৪ জুলাই হবে শুনানি।