ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দের সামাজিক সংস্থা বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির দক্ষিন ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রবিবার সাব্রুমের সেল্টার হাউসে মেগা রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে ১২ জন মহিলা ও ৪৭ জন পুরুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শিবিরে মোট ৫৯ জন রক্ত দাতা স্বইচ্ছায় মুমূর্ষ রোগীর জীবন রক্ষায় রক্ত দেন। এই শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ঠ সমাজ সেবক শঙ্কর রায়, উপস্থিত ছিলেন সাব্রুম এন পি-র চেয়ারম্যান রমা পোদ্দার দে, মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত, নোডাল অফিসার সৌমিক হাজরা ও আরো অনেকে। অনুষ্ঠানে পৌরাহিত্য করেন প্রাক্তন ফুটবলার তথা সংস্থার কার্য্যকরী সদস্য রাজেশ রায় চৌধুরী। স্বাগত ভাষন দেন সংস্থার সচিব মৃনাল কান্তি দত্ত। সংস্থার সদস্যরা সম্পুর্ন নিজেদের অর্থানুকূল্যে রাজ্যের দক্ষিন প্রান্ত সাব্রুম এবং দক্ষিন জেলার রোগীদের স্বার্থে মেগা রক্ত দান শিবিরের আয়োজন করেন। সুদূর পশ্চিম বাংলার কুচবিহারের যুবক বিশ্বজিৎ বিশ্বাস আগরতলা থেকে ছুটে গিয়ে এই শিবিরে রক্ত দান করেন। অনুষ্ঠানের সভাপতি রাজেশ রায় চৌধুরী ও সচিব মৃনাল কান্তি দত্ত সকল রক্ত দাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
2023-07-09