নয়াদিল্লি ও মুম্বই, ৩ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের রাজনীতিতে আচমকা পট পরিবর্তন নিয়ে নানা মুনী নানা মত পোষণ করেছেন। মহারাষ্ট্রের রাজনীতি প্রসঙ্গে সোমবার বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, গোটা দেশ মোদীজির পাশে রয়েছে। পাটনায় বিরোধীদের বৈঠককে কটাক্ষ করে তিনি বলেছেন, “পাটনায় যাঁরা একত্রিত হয়েছিলেন তাঁদের অবস্থা দেখতে পাচ্ছেন। গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছে, এটা তো সবে শুরু। পাটনায় বিরোধীদের সমাবেশের প্রভাব মহারাষ্ট্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিহারে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনে আবারও ভালো ফল করবে বিজেপি।”
আবার ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী টি এস সিং দেও বলেছেন, “এটা তাঁদের দলের অভ্যন্তরীণ বিষয়…তাঁরা পক্ষ না বদলালে ভালো হতো।” মহারাষ্ট্র ইস্যুতে এনসিপি-র যুব শাখার নেত্রী সোনিয়া দুহান বলেছেন, “এটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আমরা শুধু বলতে চাই যে গোটা দল পওয়ার সাহাবের পাশে রয়েছে। পওয়ার সাহেব ছাড়া এনসিপি নেই। মহারাষ্ট্র দৃঢ়ভাবে পওয়ার সাহেবের পাশে দাঁড়িয়ে আছে…।”
উল্লেখ্য, রবিবাসরীয় দুপুরে আচমকাই কয়েকজন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে একনাথ শিন্ডে-বিজেপি সরকারের সঙ্গে হাত মেলালেন পওয়ারের ভাইপো। আবার হলেন উপমুখ্যমন্ত্রী। যার জেরে এনসিপির ঘর ভেঙে গেল।

