নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ কুমারঘাটে ফিরা রথের দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত পরিবারের সঙ্গে জয়শ্রী এলাকায় দেখা করেন মন্ত্রী সান্তনা চাকমা৷৷কুমারঘাট মহকুমায় ফিরা রথের দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের ৷তার মধ্যে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রী এলাকার স্থায়ী বাসিন্দা পিতা পুত্র দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল৷ পিতা রূপক দাস, পুত্র রোহন দাস৷ তাদের পরিবারের খোঁজ খবর নিতে আসেন মন্ত্রী সান্তনা চাকমা৷৷ মন্ত্রী সান্তনা চাকমার উপস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মৃত দুই ব্যক্তির নামে দু’’লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা৷৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী সান্তনা চাকমা উনাদের পরিবারকে আরো অন্যান্য বিষয়ে সরকারি সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন৷৷
2023-07-01

