স্কাইলার্ক: ৩(গৌরাঙ্গ, ফিলিমন, ধনসিং)
আমরা ক-জনা: ৩(মানিক-২, লাললোয়াম)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্কাইলার্ক ক্লাব। ড্র দিয়ে গ্রুপ লীগ অভিযান শেষ করলেও পয়েন্টের হিসেবে গ্রুপ লীগে পাঁচ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পেয়ে স্কাইলার্ক ক্লাব গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। গ্রুপ রানার্স হয়েছে বিবেকানন্দ ক্লাব। গ্রুপ বি থেকে স্কাইলার্ক ও বিবেকানন্দ ক্লাব-ই সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া সি ডিভিশন লিগ ফুটবলের বি-গ্রুপের শেষ ম্যাচে আজ, শনিবার আমরা ক-জনা ও স্কাইলার্ক ক্লাবের ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলাও দুই- দুই গোলে অমীমাংসিত ছিল। খেলার ১১ মিনিটের মাথায় স্কাইলার্ক ক্লাবের গৌরাঙ্গ রিয়াংয়ের গোলে দল ১-০ তে লিড পেতেই পরবর্তী মিনিটেই আমরা ক-জনার মানিক মলসুম গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী মিনিটে ফের স্কাইলার্কের ফিলিমন রিয়াং আরো একটি গোল করে দলকে এগিয়ে নেয়। কিন্তু দীর্ঘক্ষন তা ধরে রাখতে পারেনি। চার মিনিট বাদেই আমরা ক-জনার মানিক মলসুম-ই ফের গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধেও একইভাবে ৫২ মিনিটের মাথায় আমরা ক-জনার লাললোয়াম কাইপেং একটি গোল করে দলকে তিন-দুয়ে এগিয়ে দিলেও একইভাবে স্কাইলার্কের ধনসিং রিয়াং ২ মিনিট বাদে গোলটি শোধ করে ফের খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে সপ্তম গোলের সন্ধান কেউ দিতে পারেনি। অবশেষে ম্যাচ ৩-৩ গোলে ড্র তে নিষ্পত্তি হয়েছে। দুই দল এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। গ্রুপ লীগের ৫ ম্যাচের মধ্যে চারটিতে জয় ও একটিতে ড্র করার সুবাদে স্কাইলার্ক গ্রুপ চ্যাম্পিয়ন এর স্বীকৃতি পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন শিবজ্যোতি চক্রবর্তী, হরি শর্মা লিটন সাহা ও ইন্দ্রানী দে। দিনের খেলা: বিকেল চারটায় জম্পুইজলা ফুটবল ক্লাব বনাম ওরিয়েন্টাল ফুটবল ক্লাব।