নলহাটি, ১ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য থেকে বোমা উদ্ধার অব্যাহত । শনিবার ফের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমের নলহাটি থেকে। আজ বীরভূমের নলহাটি ১৫ নম্বর ওয়ার্ডের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা গুলি উদ্ধার হয়। নলহাটি পাথর শিল্পাঞ্চল যাওয়ার বাইপাস রাস্তার ধারে একটি ব্যাগে বোমা গুলি রাখা ছিল। পুলিশের অনুমান ব্যাগটিতে প্রায় ৭-৮ টি বোমা মজুত রয়েছে। খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডে। নাশকতার ছক কি উঠছে প্রশ্ন।
এই প্রথম নয় এর আগেও বস্তা ভর্তি বোমা, বাক্স বাক্স জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে বীরভূমে। নলাহাটিতে চাঞ্চল্য। পরিত্যক্ত ঘরে রাখা হয়েছিল বোমা ও বিস্ফোরক। ডায়মন্ডহারবার, দুবরাজপুর, দিনহাটা, ভাঙড়, ইংরেজবাজারে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। দুবরাজপুরে বোমা বিস্ফোরণ হয়। রামপুরহাট থেকে দু’ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার বীরভূমে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে বোমা শিল্পের উৎপাদন বাড়ছে বলে কটাক্ষ বিরোধীদের। এগরায় ভয়াবহ বিস্ফোরণের বহু মৃত্যুর পর একের পর এক বিস্ফোরণ হয়েছে।