ঝাড়গ্রাম, ২৯ জুন (হি.স.) : বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামের নয়াগ্রামে পদযাত্রা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । নয়াগ্রামে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রায় উত্তেজনা।
বৃহস্পতিবার তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়েই চলে শুভেন্দুর পদযাত্রা। শুভেন্দুর পদযাত্রা চলাকালীন পার্টি অফিসের ছাদ থেকে দলীয় পতাকা দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকদের চোর চোর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা । যাকে কেন্দ্র করে সাময়িক উত্তজনা ছড়ায় নয়াগ্রামে । তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে নি ।
এর আগে এদিন গোপীবল্লভপুরের তোপসিয়ায় জনসংযোগ কর্মসূচি করেন শুভেন্দু। পঞ্চায়েত ভোটের প্রচারে ঝাড়গ্রামে বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বাড়িতে যান শুভেন্দু। বিজেপির জেলা পরিষদ প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে যান তিনি। মূলত এই প্রার্থীকেই মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল।