নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রবিবার ধর্মনগরের দিনদয়াল ভবনে বিনামূল্যে ফিজিওথেরাপি ও ব্যথা নিরাময় শিবির অনুষ্ঠিত হয়৷
রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা আর্থ কুইক ফাউন্ডেশন এবং উত্তর জেলার স্বনামধন্য ফিজিওথেরাপীস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্যের যৌথ উদ্যোগে বিনামূল্যে ফিজিওথেরাপী ও ব্যাথা নিরাময় শিবির অনুষ্ঠিত হয় ধর্মনগর পুর পরিষদের দীনদয়াল ভবনে৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে, পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ, ফিজিওথেরাপীস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য, আর্থ কুইক ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য সুজিত আচার্য প্রমুখ৷ এদিন প্রায় চল্লিশজন রোগী বিনামূল্যে ফিজিওথেরাপী ও ব্যাথা নিরাময় শিবিরে সুযোগ গ্রহণ করেন৷
2023-06-25

