বাসন্তী, ২২ জুন (হি. স.) তৃণমূল ও নির্দলের বিবাদের মধ্যে পরে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী। বুধবার সন্ধ্যায় ঘটনাকে কেন্দ্র করে বাসন্তীর কলতলা মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আক্রান্ত পুলিশ কর্মীর নাম রঞ্জন দে। তিনি বাসন্তী থানার কাঁঠালবেরিয়া ক্যাম্পের কর্মী। পুলিশকর্মীকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সইফুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঁঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ময়না নস্করের সমর্থনে কলতলা এলাকায় একটি মিছিল ও পথসভা ছিল তৃণমূলের। সেই পথসভার অদূরেই নির্দল প্রার্থী নাজিমা খাতুন সর্দারের অনুগামী ও কর্মীরা দাঁড়িয়ে ছিল। দুপক্ষের মধ্যে যাতে বিবাদ না বাধে সেই কারণে বাসন্তী থানার পুলিশ আগে থেকেই সেখানে মজুদ ছিল। তৃণমূল প্রার্থীর মিছিল পুলিশ অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিতে বললে পুলশের সাথে বচসা হয়। তখন আচমকাই পুলিশের দিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারার অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হন ঐ পুলিশফকর্মী। পুলিশকে মারধরের অভিযোগ স্বীকার করেছে তৃণমূল। এলাকার তৃণমূল নেতা রাজা গাজি বলেন, “ শুনেছি কিছু লোকজন বাইক নিয়ে এলাকায় মিছিল করার সময় পুলিশকে মারধর করেছে। এটা অন্যায় হয়েছে। যারা একাজ করেছে পুলিশ তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।” যদিও রাজার এই বক্তব্য উড়িয়ে দিয়ে এলাকার আরেক তৃণমূল নেতা আমানুল্লা লস্কর বলেন, “ আমরা একটা মিছিল করবো বলে সেখানে প্রস্তুত হচ্ছিলাম। তখন সেখানে কিছু নির্দল প্রার্থীর লোকজন ছিল তাঁরাই এই হামলা চালিয়েছে। পুলিশ আহত হয়েছে। আমাদেরও একজন কর্মী আহত হয়েছেন।” নির্দল প্রার্থী নাজিমা খাতুন এই অভিযোগ অস্বীকার করেছেন।