ক্রীড়ার মানোন্নয়ন প্রসারে খেলো ইন্ডিয়ার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স, আগরতলা আজ, মঙ্গলবার দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে মনোবিজ্ঞান (মানসিক) প্রশিক্ষণ এবং মূল শক্তিশালীকরণ অনুশীলন এবং স্থিতিশীলতার বিষয়ে একদিনের সেমিনার এবং কর্মশালার আয়োজন করেছে। বিশেষজ্ঞ ছিলেন: জয়পুর থেকে আগত স্পোর্টস প্রধান ড: সুদীপ দেবনাথ। খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স থেকে  ক্রীড়াবিদ যেমন, অ্যাথলেটস, জুডোকা এবং সাঁতারুরা সেমিনার কাম ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্সের অন্যান্য কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাই-পারফরম্যান্স ডিরেক্টর ডঃ রাজেন্দ্র পাঠানিয়া, সাঁতারের প্রধান প্রশিক্ষক বিনীত, অ্যাটলেটিক্সে প্রধান প্রশিক্ষক প্রমোদ যাদব, জুডোর প্রধান কোচ রাজকুমার, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং এক্সপার্ট রাধিকা ভাট, ফিজিও অর্পণ কর, অংশুমান দাসগুপ্ত, ফিজিও বি কে প্রিয়লাল সাহা এবং দ্বৈপায়ন ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তথা সাই-এর কোচেরাও উপস্থিত ছিলেন। হেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স আয়োজিত এই সেমিনার কাম ওয়ার্কশপটি কার্যত কোচ এবং ক্রীড়াবিদদের জন্য বিশেষ করে ভালো পারফরম্যান্সের জন্য ভবিষ্যতে উপকারে আসবে।