সমস্ত প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, ২১ জুন জব্বলপুরে যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন ধনখড়

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): গোটা দেশজুড়ে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, এবার ভারতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে মধ্যপ্রদেশের জব্বলপুরে। ২১ জুন, বুধবার সেখানে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। যোগ দিবসের অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন উপ-রাষ্ট্রপতি ধনখড়।

এবার আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল, “বসুধৈব কুটুম্বুকম-এর জন্য যোগ”। ৯ বছরের আগে ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসঙ্ঘ। প্রতিবছর আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদী।