নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ লংতরাইভ্যলি মহকুমার আইনিসচেতনতা কমিটির উদ্যোগে ছামনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক আইনিসচেতনতা মুলক শিবিরের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপালচন্দ্র দাস৷প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন,শ্রীমতি প্রনবীসিনহা৷তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে,গ্রারস্ত হিংসা, সামাজিক হিংসা, মৌলিক দায়িত্ব, অধিকার কি,তার, সবিস্তারে বর্ণনা করেন৷ এবং রোড সিফটি পসকোরূল ইত্যাদি বিষয়ে আলোচনা করেন৷ পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, গোপালচন্দ্র দাস এবং মতিলাল চাকমা, নাগরিকের মৌলিক অধিকার ,সুনাগরিকের দায়িত্ব কি সবিস্তারে বর্ণনা করেন৷ড্রাগ,মাদকসেবন, মানুষের জীবন কে কি ভাবে ধংস্ব করে দেয়,তা ছাত্র ছাত্রীদের সামনে তোলে ধরেন৷ পাশাপাশি ১৪জুন মাছলি হুকু কর্মাতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আইনী স্বাক্ষরতা ও আইনি সচেতনতা শিবির করা হয়৷এই অনুষ্ঠানে আইনি স্বাক্ষরতা কমিটি গঠন করা হয়৷ কমিটিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈকতবন্ধু মলসম কে সভাপতি করে সুকলের ছাত্র বিশ্বজিৎ শীল কে সম্পাদক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের সদস্য করে একটি কমিটি গঠন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট আশুতোষ সিনহা৷এই অনুষ্ঠানের আয়োজন করেন লং তরাইভ্যলি মহকুমার আইনিসচেতনতা ও আইনি স্বাক্ষরতা কমিটির সদস্য,পি,এল, বি,রচনা দেবী চাকমা৷