করিমগঞ্জের বাঘন পঞ্চায়েতে জ‌মে উঠে‌ছে সভাপ‌তি প‌দে উপ-নির্বাচ‌নের প্রচারাভিযান

পাথারকান্দি (অসম), ১৫ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার লোয়াইর‌পোয়া ব্ল‌কের কাঁঠালত‌লির বাঘন গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এ সভাপ‌তি পদে উপ-নির্বাচনের প্রচার অভিযান জমে উঠেছে। ইতিম‌ধ্যে ওই আস‌নে ম‌নোনয়ন জমা দি‌য়ে‌ছেন ছয় প্রার্থী।

বাঘন গ্রাম পঞ্চায়েতের সভাপ‌তি পদে উপ-নির্বাচনে বিজয়ী হতে ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন ছয় প্রার্থী। এর মধ্যে দিনরাত এক ক‌রে প্রচা‌রে নে‌মে প‌ড়ে‌ছেন বি‌জে‌পি সম‌র্থিত নির্দল প্রার্থী শিপ্রারানি কৈরি। তি‌নি গত কয়েেকদিন ধ‌রে জি‌পির প্রতিটি ওয়ার্ডের ভোটারের বা‌ড়ি বা‌ড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন।

ইতিমধ্যে কাঁঠালতলির কুর্তিতে প্রার্থী শিপ্রার প‌ক্ষে এক ঘরোয়া নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় জনগ‌ণের ভিড় ছিল যথেষ্ট। সভায় বিভিন্ন বক্তা বাঘন ‌জি‌পির একাল-সে‌কালের পরিস্থিতি নি‌য়ে বক্তব্য পেশ করেছেন। তাঁরা সকলেই বর্তমান প‌রি‌স্থি‌তি বি‌বেচনা করে জিপির সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন উপনির্বাচনে নির্দল প্রার্থী শিপ্রারানি কৈরিকে ভোটদা‌নের প‌ক্ষে মত প্রকাশ ক‌রেন।

সভায় প্রার্থী শিপ্রারানি কৈরি বলেন, তি‌নি এই জি‌পির একদন গৃহবধূ। জিপির সব সম্প্রদা‌য়ের মানুষের সাথে দীর্ঘদি‌নের সুসম্পর্ক রয়েছে তাঁর। তাছাড়া তি‌নি মানু‌ষের সেবায় ‌নি‌জে‌কে জ‌ড়ি‌য়ে রে‌খেছেন বিগত প্রায় কু‌ড়ি বছর ধ‌রে। বর্তমান শাসক দ‌লের বহু নেতার সা‌থে তার ভা‌লো সম্পর্ক। এবার তাঁকে সভা‌নেত্রী পদে বিজয়ী কর‌লে তি‌নি জনগ‌ণের সেবায় নিজেকে আরও নিয়োজিত করতে পার‌বেন। বিশিষ্ট নাগরিক হাজি মুহিবুর রহমানের পৌরোহিত্যে অনু‌ষ্ঠিত ওই নির্বাচ‌নী সভায় অন্যাতন্যাদের ম‌ধ্যে বক্তব্যঅ পেশ করেছেন বাহার উদ্দিন, ফরিজ উদ্দিন, নিখিলচন্দ্র নাথ, খলিলুর রহমান, মখলিসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *