২০১৪ সালের পর থেকে উত্তর–পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন সূর্য উদয় হয়েছে : প্রতিমা ভৌমিক

আগরতলা, ১২ জুন(হি.স) :২০১৪ সালের পর থেকে উত্তর–পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন সূর্য উদয় হয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে নবম বর্ষপূর্তির উপলক্ষ্যে বড়জলা বিধানসভায় এক মাস ব্যাপী জনসম্পর্ক কর্মসূচিতে অংশ নিয়ে একথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী শাসনকালে ত্রিপুরায় তথা উত্তর পূর্বাঞ্চলে অভূতপূর্ব পরির্বতন হয়েছে। প্রাকৃতিক ভাবে উত্তর পূর্বাঞ্চলে সূর্য উদয় হতো। কিন্তু ২০১৪ সালের পর উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন সূর্য উদয় হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ২০২৪ সালে জনজাতি মা-বোনেরা পুনরায় মোদী সরকার চাইছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছর শাসনে দু ধরনের উন্নয়ন হয়েছে ত্রিপুরায়। একদিকে যেমন মানুষের ব্যক্তিগতভাবে উন্নয়ন হয়েছে, অপরদিকে উন্নয়ন হয়েছে পরিকাঠামোর। তাই ত্রিপুরায় উন্নয়নের স্বার্থে তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীকেই প্রধান মন্ত্রী হিসেবে চাইছেন জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *