কলকাতা, ১০ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়ে স্মারকলিপি দিল বিজেপি। শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানান, আগামী ভোটে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টায় একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যপালকে।
সুকান্তবাবুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। রাজ্যপালকে তাঁরা বলেন, মনোনয়ন পেশের প্রথম দিন থেকেই শাসকদল যে সন্ত্রাস শুরু করেছে তাতে ভোটের দিন কী হতে পারে, তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট অসম্ভব। একই সঙ্গে বিজেপি প্রতিনিধিদের দাবি, পঞ্চায়েত ভোটে যেন সিভিক ভলান্টিয়ার কিংবা চুক্তিভিত্তিক কর্মী অথবা যাঁদের নিয়োগ আদালতের বিবেচনাধীন, তাঁদের যেন পঞ্চায়েত ভোটের কাজে লাগানো না হয়।
রাজ্যপালের হাতে বিজেপি নেতারা একটি স্মারকলিপি তুলে দেন। তাতে ওপরের বিষয়গুলোয় উল্লেখের পাশাপাশি স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য পুলিশের ওপর তাৎদের কোনও আস্থা নেই। বলা হয়েছে, শুক্রবার মনোনয়ন পেশের প্রথম দিনই মুর্শিদাবাদের খড়গ্রামে একজন কংগ্রেসকর্মী খুন হয়েছে। মনোনয়নকে ঘিরে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এই অবস্থায় রাজ্যপালের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। রাজ্যপালের কাছে বিজেপি নেতাদের অভিযোগ, কোনও প্রস্তুতি ছাড়া নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট ঘোষণা করে দিয়েছে। শুক্রবার ব্লক অফিসে গিয়ে মনোনয়ন সংক্রান্ত কোনও কাগজপত্র পাওয়া যায়নি।বিজেপি নেতাদের মতে, ইচ্ছাকৃত ভাবেই এ কাজ করা হয়েছে, যাতে বিরোধীরা মনোনয়ন পেশ করতে না পারেন।