জাতীয় স্কুল ক্রীড়ায় লড়ছে ত্রিপুরার দাবাড়ুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।।লড়াই করছে ত্রিপুরার দাবাড়ু-‌রা। জাতীয় স্কুল অনূর্ধ্ব-‌১৯ দাবা প্রতিযোগিতায়। দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে বুধার আসরের দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের খেলা হয়। ৩ রাউন্ড শেষে দলগত বিভাগে ত্রিপুরা সাড়ে ৮ এবং সাড়ে ৫ পয়েন্ট অর্জন করেচে। বালক বিভাগে চন্ডিগড়ের বিরুদ্ধে ৪-‌০ পয়েন্টে জয় পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে কেরলের বিরুদ্ধে .‌৫-‌৩.‌৫ পয়েন্টে হেরে গিয়েছিলো ত্রিপুরা। এদিন বিকেলে জম্মু-‌কাশ্মীরের বিরুদ্ধে ৪-‌০ পয়েন্টে জয় পায় ত্রিপুরা। রাজ্যদলের হয়ে দীপায়ন চৌধুরি, দিগন্ত রায়, অগ্রজিৎ পাল এবং প্রান্তিক দেবনাথ খেলেছেন। বালিকা বিভাগে ত্রিপুরার হয়ে খেলেছেন পৌশালী পাল, মুন চক্রবর্তী, মেঘা রায় এবং রিশা দাস। আজ চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হবে। ওই দুই ম্যাচে ভালো ফলাফল করলে ত্রিপুরার বালক বিভাগের দাবাড়ুরা ভালো জায়গায় পৌঁছে যাবে জানান দলের সঙ্গে যাওয়া সুলেখা দাস। ‌