আমেদাবাদ, ২৮ মে(হি.স.): আজ ফাইনালের আবহাওয়া কেমন থাকবে? দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হয়েছিল এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই। সেদিন সন্ধে থেকেই বৃষ্টি হয়েছিল। অথচ পূর্বাভাসেও বৃষ্টির কোন উল্লেখ ছিল না। যার কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। তবে বৃষ্টি থামার পর মাঠ রেডি করতে অবশ্য বেশি সময় লাগেনি। ৭টার পরিবর্তে ৭.৪৫ মিনিটে টস এবং ৮টায় শুরু হয়েছিল ম্যাচ।
আজ ফাইনালের আগেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিট অর্থাৎ নির্ধারিত সময়েই ম্যাচ শুরুর কথা। আবহাওয়ার রিপোর্ট বলছে, সন্ধের পর তাপমাত্রা ২৯-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আমেদাবাদে মেগা ফাইনালে থাকছে ব্যাটিং সহায়ক পিচ। আরও একটা হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা প্রবল।