প্রদেশ যুব মোর্চার উদ্যোগে কার্যকারিণী বৈঠক

আগরতলা, ২৭ মে (হি.স.) : প্রধানমন্ত্রীর কার্যকালের নয় বছর পূর্তিতে ত্রিপুরায় বিজেপি এক মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে যুব সমাজ ঝাপিয়ে পড়বে। আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে যুব মোর্চার কার্যকারিণী বৈঠকে দৃঢ় প্রত্যয়ের সুরে বললেন যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক।

এদিন নবাদল বনিক বলেন, বিজেপির নিয়ম অনুসারে তিন মাস অন্তর অন্তর কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত, কার্যকারিণী বৈঠকে আগামী দিনে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়ে থাকে। এবারের কার্যকারিণী বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে। এই লক্ষ্যে আগামী একমাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি।

তাঁর দাবি, এই ৯ বছরে প্রধানমন্ত্রী জনস্বার্থে যে সব কাজ করছে তা জনতার সামনে তুলে ধরার বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যুব মোর্চার নেতৃত্ব ও কার্যকর্তারা বাইক মিছিল, জন সম্পর্ক অভিযান সহ গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে সরকারের সুযোগ সুবিধা ও সাফল্য তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *