নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ লিচু খেতে গিয়ে আর লিচু খাওয়া হলো না৷ ফিশারির জলে পড়ে মৃত্যু ঘটল সাত বছরের এক শিশুর৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে জলাই গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়৷ জানা যায় জলাই গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা দয়াময় পালের সাত বছরের ছেলে দীপঙ্কর পাল শনিবার দুপুরে ওই এলাকার কিছু বাচ্চাদের সাথে লিচু খেতে যায়৷ কিন্তু লিচু খাওয়ার পূর্বে ওরা একটি ফিশারির পাশে খেলা করেছিল৷ এরপর সবাই লিচু খেতে চলে যায়৷ লিচু খেয়ে সবাই বাড়িতে ফিরে আসলেও দীপঙ্কর পাল বাড়িতে ফিরে না আশায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন৷ এরপর দীপঙ্কর পালের পরিবারের লোকেরা জানতে পারেন দীপঙ্কর পাল বাচ্চাদের সাথে লিচু খেতে গিয়েছিল৷ কিন্তু লিচু খাওয়ার পূর্বে এই ফিশারির মধ্যে খেলাধুলা করেছিল দীপঙ্কর পাল৷ এরপর সেই ফিশারির মধ্যে দীর্ঘ প্রায় তিন ঘন্টা খোঁজাখুঁজি করার পর এলাকার মানুষ মাছ ধরার জালের মাধ্যমে দীপঙ্কর পালকে ফিশারির জল থেকে উদ্ধার করে৷ পরবর্তী সময় দীপঙ্কর পালের পরিবারের লোকেরা কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর পালকে মৃত বলে ঘোষণা করেন৷ বর্তমানে দীপঙ্কর পালের মৃতদেহ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
2023-05-20