নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ কাঞ্চনপুর মহকুমার সুব্রত নগর এলাকায় কৃষি কাজে ব্যবহৃত জল না পেয়ে স্থানীয় কৃষকরা পাম্প মেশিন ঘরে তালা দেয়৷ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত সুব্রত নগর এলাকায় বুধবার কৃষি কাজে ব্যবহৃত জল না পেয়ে স্থানীয় কৃষকরা উত্তেজিত হয়ে পাম্প মেশিন ঘরে তালা ঝোলায়৷ কৃষকরা ক্ষোভের সঙ্গে জানান অতিসত্বর কৃষিকাজে ব্যবহৃত সুব্রতনগর এলাকার পাম্প মেশিন অপারেটরকে বদল করে নতুন পাম্প অপারেটর নিয়োগ করা হোক৷ অন্যথায় তারা আরো ব্যাপক ভাবে প্রতিবাদ জানাবেন৷
2023-05-17