অমরপুরে ক্লাব ক্রিকেট সেমিতে ইয়াপ্রি কৌতল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।।শেষ দল হিসাবে সেমিফাইনালে পৌঁছলো ইয়াপ্রি কৌতল ক্লাব। পরাজিত করলো বয়াখা বাঐকসা দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে সোমবার বয়াখা বাকলা দলের গড়া ১১২ রানের জবাবে ইয়াপ্রি কৌতল দল ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অরুণ কুমার জমাতিয়া প্রথমে বল হাতে বিপক্ষের ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে ৩৫ রান করেন। সঙ্গত:‌ কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় অরুণকে। সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বয়াখা বাকসা দল ১১২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিউটন জমাতিয়া ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, তম্বো জমাতিয়া ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬, বীরলাল জমাতিয়া ৩১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং বিশ্বজিৎ জমাতিয়া ২২ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ইয়াপ্রি কৌতল ক্লাবের পক্ষে মাহিমা কুমার জমাতিয়া (‌২/‌১৯), অসীম জমাতিয়া (‌২/‌১৯), সর্ব হরি জমাতিয়া (‌২/‌২১) এবং অরুণ কুমার জমাতিয়া (‌২/‌৩৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৩.‌৩ ওভারে ৬ উইকেট হাইরয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইয়াপ্রি কৌতল ক্লাব। দলের পক্ষে অরুণ কুমার জমাতিয়া ৬০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫,অমর শক্তি জমাতিয়া ১১ বল খেলে ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌‌৩০ (‌অপ:‌) এবং শুভ রঞ্জন জমাতিয়া ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। বয়াখা বাকসা দলের পক্ষে মনোজ দাশগুপ্ত (‌৩/‌২৯) এবং নিউটন জমাতিয়া (‌২/‌৪৩) সফল বোলার।‌‌ ‌