শুনেছি শীঘ্রই বেঙ্গল স্টোরি আসবে, দ্য কেরালা স্টোরি দেখে প্রতিক্রিয়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে (হি.স.) : ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্য ও বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে আজ সিনেমা হলে দ্যা কেরালা স্টোরি দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। সিনেমাটি দেখার পর তিনি চোখে জল চলে এসেছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এদিন তিনি দ্য কেরালা স্টোরি সিনেমার পরিচালককে এমন একটি চলচ্চিত্র নির্মাণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন রাজ্যের ছাত্রছাত্রীদের এই সিনেমা অবশ্যই দেখা উচিৎ।

সাথে তিনি যোগ করেন, সত্যিকারের ঘটনাকে সামনে রেখে সিনেমাটি তৈরা করা হয়েছে। দেশের সকল মানুষদের এই সিনেমাটি দেখা উচিত। সিনেমাটি সন্ত্রাসবাদের নৃশংস নকশাকে প্রকাশ করেছে।

এদিন তিনি পশ্চিমবঙ্গে দ্যা কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারঁ কটাক্ষ, পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। মানুষ ঠিকই সিনেমাটি দেখে নেবেন। তিনি শুনেছেন, শীঘ্রই দ্য বেঙ্গল স্টোরি আসতে চলেছে।