বি সি সি-১৩৫/১০(৪৫.৪)
ব্লাডমাউথ-৯০/১০(২৭.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।।অঘটন ঘটালো বি সি সি। পরাজিত করলো দ্বিতীয় শীর্ষস্থানে থাকা ব্লাডমাউথ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে রাজদ্বীপ দত্ত-র ঘুর্ণি ঝড়ে উড়ে গেলো ব্লাডমাউথের যাবতীয় প্রতিরোধ। বি সি সি জয়লাভ করলো ৪৫ রানে। শুক্রবার সকালে প্রথমে ব্যাট করে বি সি সি-র গড়া ১৩৫ রানের জবাবে ব্লাডমাউথ ৯০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রাজদ্বীপ দত্ত ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এদিন সকালে ব্লাডমাউথের অধিনায়ক তুষার সাহা টসে জয়লাভ করে বি সি সি-কে ব্যাট করার আমন্ত্রণ জানান। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বি সি সি-কে লড়াকু স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন সাগর শর্মা। সাগরের হাত ধরে বি সি সি ১৩৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাগর ৭৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪, শচীন শর্মা ৭৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং রিয়াজ উদ্দিন ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাঁড়াতে পারেননি। ব্লাডমাউথের পক্ষে প্রশান্ত ভান্ডারি (২/৮), অরবিন্দ বর্মা (২/১২), তুষার সাহা (২/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিলো ব্লাডমাউথের ইনিংস। শুরুতে অনুজ পাল আঘাত আনার পর শেষটা করেন রাজদ্বীপ দত্ত এবং সাগর শর্মা। ওই ত্রয়ীর বিধ্বংসী বোলিংয়েমাত্র ৯০ রানে গুটিয়ে যায় ব্লাডমাউথ ক্লাব। দলের পক্ষে তুষার সাহা ২৪ বল খেলে ১৩,কৌশল আচার্য ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং স্বরব সাহানি ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। বি সি সি-র পক্ষে রাজদ্বীপ দত্ত (৫/২৪), সাগর শর্মা (২/৯) এবং অনুজ পাল (২/১৩) সফল বোলার। আসরে ৪ ম্যাচ খেলে ৩ টিতে জয় পেয়ে খেতাব জয়ের লড়াইয়ে টিকে রইলেন দীপক ভাটনাগরের দল।

