জেরুজালেম, ১১ মে (হি.স.): প্যালেস্তানী গোষ্ঠীর রকেট হামলার প্রতিবাদে ইজরায়েল গাজার ওপর হামলা অব্যাহত রাখায় ২১ জনের মৃত্যু হয়েছে। গাজায় ইজরায়েল সেনার আক্রমণে প্যালেস্তানী জঙ্গি গোষ্ঠীর তিন নেতা এবং শিশু ও মহিলা সহ ১০ প্যালেস্তানীয়র মৃত্যুর পরই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। জানা গেছে, যে চারজন গতকাল প্রাণ হারিয়েছেন, তারা প্যালেস্তানের পপুলার ফ্রন্ট ফর লিবারেশনের যোদ্ধা।
প্যালেস্তাইনের গাজায় হামলার পরিমান ক্রমশ বাড়াচ্ছে ইজরাইল। মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়াল ২১। এর পাশাপাশি এই ঘটনার জেরে আহত হয়েছেন ৬৪ প্যালেস্তাইন নাগরিক বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইসলামিক জিহাদ গ্রুপের ৩ সদস্য তাদের স্ত্রী, পুত্ররাও রয়েছে মৃতদের মধ্যে। গত সপ্তাহে ইজরাইলে জেলের মধ্যে অনশনে মারা যায় ১ প্যালেস্তানীয় বন্দি। যার জেরে গাজা থেকে রকেটের মাধ্যমে হামলা করা হয় ইজরাইলের বুকে। এর পাল্টা হিসেবে ইজরাইলের তরফে অপারেশন শিল্ড এন্ড অ্যারো নামে অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত ১৩০ জন প্যালেস্তানীয় নাগরিক এই যুদ্ধে মারা গেছেন এই বছরে বলে জানা গেছে। একই সময়ে ১৯ জন ইজরাইয়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষে।