লেক চৌমুহনী থেকে ব্রাউন সুগার সহ আটক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷  আগরতলা পশ্চিম থানার পুলিশ লেক চৌমুহনী এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক নেশা কারবারীকে হাতে নাতে আটক করেছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকা নেশা কারবারিদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ অলি গলিতে কান পাতলেই শোনা যায় নেশার কবলে পড়ে বহু যুবক বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷ রাজ্য সরকারের প্রয়াস বাস্তবায়িত করার লক্ষ্যেই পুলিশ নেশা বিরোধী অভিযান জোরদার করেছে৷ নেশা কারবারে জড়িত এবং যারা নেশা গ্রহণ করছে তাদের বিরুদ্ধে অটুট মনোভাব গ্রহণ করে প্রতিনিয়তই পুলিশ অভিযান অব্যাহত রেখেছে৷ এই অভিযানের অঙ্গ হিসেবেই লেক চৌমুহনে এলাকায় অভিযান চালিয়ে এক নেশা কারবারিকে ব্রাউন সুগার সহ জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ আটক নেশা কারবারির নাম সমীর আচার্য৷ বাড়ি ক্যান্টনমেন্ট এলাকায়৷ তার কাছ থেকে ১৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ এছাড়া বেশ কিছু খালি কৌটাও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তার বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় এনডিপিএস দাঁড়ায় মামলা গৃহীত হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত আরো কয়েকজনকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *