ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।।উদ্বোধন হলো রাজ্য স্কুল বাস্কেটবল প্রতিযোগিতার। এ ডি নগর পুলিস মাঠে ৩ দিন ব্যাপী আসরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, স্বপন সাহা, রাজ্য স্কুল স্পোর্টসল বোর্ডের সচিব পাইমং মগ এবং পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় প্রমুখ। আসরে উত্তর জেলা এবং খোয়াই জেলা থেকে বালিকা দল আংশগ্রহণ করেনি। পশ্চিম জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে হচ্ছে আসর। উদ্বোধনের পর থেকেই শুরু হয়ে যায় খেলা। চলবে ১২ মে পর্যন্ত। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
2023-05-10