ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। ভারতীয় জুডোর পুরোধা ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র সাহিত্যের বিভিন্ন গ্রন্থেও এ বিষয়ে অনেক তথ্য প্রমাণ রয়েছে। তারই সূত্র ধরে মূলতঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, প্রাক্তন ক্রীড়া অধিকর্তা প্রণব মজুমদার, অবসরপ্রাপ্ত সাই কোচ রবীন্দ্র দেব, কবি ও সাহিত্যিক স্বপন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। ৩৬ তম জাতীয় গেমসে জুডোতে সার্টিফিকেট বিজয়ী নাজমা আক্তার এবং ব্ল্যাক বেল্ট বিজয়ী পূজা পাল প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুডোকারা বিভিন্ন সা়ংস্কৃতিক ক্রিয়াকলাপ পরিবেশন মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উদযাপন করেন।
2023-05-09