ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।।সাফল্য পেলো বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকাদের জাতীয় দাবা প্রতিযোগিতায়। মঙ্গলবার শেষ হয় ১১ রাউন্ডের ওই আসর। তাতে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে দশম স্থান দখল করে পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি। সোমবার আসরের শীর্ষবাছাই পশ্চিম বাংলার মৃত্তিকা মল্লিকের বিরুদ্ধে যদি জয় পেতে পারতো তাহলে প্রথম ৫ জনের মধ্যে স্থান পেয়ে যেতো অনূর্ধ্ব-১৩ বছর বয়সী হোলিক্রশ স্কুলের ওই ছাত্রীটি। তবে এবারের আসর থেকে অভিজ্ঞতা অনেকটাই বাড়লো সোনার মেয়েটির। যা গামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে। এবারের আসর থেকে ৩৭ রেটিং বাড়লো আর্শিয়া-র। দশম স্থান পেলেও তেমন খুশি নয় আর্শিয়া। আরই ভালো ফলাফলের আশা ছিলো। তবে বিশ্বাস করে এবারের সাফল্য পরের আসর গুলোতে আরও ভালো খেলতে সাহায্য করবে।
2023-05-09