আগরতলা, ৯ মে (হি. স.) : সম্ভবত, খুব শীঘ্রই তিপরা মথা দলে বড়সড় সাংগঠনিক পরিবর্তন হবে। দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ উচ্চস্তরীয় কমিটির রিপোর্ট পাওয়ার পর এমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, জনস্বার্থে এবং মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পরিবর্তন খুবই জরুরি।
প্রসঙ্গত, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখার জন্য তিপরা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ উচ্চস্তরীয় কমিটি গঠন করেছিলেন। কারণ, বিধানসভা নির্বাচনে ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দল মাত্র ১৩টি আসনে জয়ী হয়েছিল। ফলে, সংগঠনের বাস্তব চিত্র বুঝে নেওয়া তাঁর জন্য জরুরি হয়ে পড়েছিল। আজ ওই কমিটি তাঁর হাতে পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে দিয়েছে।
এ-বিষয়ে সামাজিক মাধ্যমে বার্তায় প্রদ্যোত লিখেছেন, দলের শক্তি এবং দুর্বলতা কোথায় রয়েছে তার ভিত্তিতে নির্বাচনের পরে গঠিত উচ্চস্তরীয় কমিটি একটি বিস্তৃত প্রতিবেদন আজ উপস্থাপন করেছে। আগামী মাসে দলের পূর্ণাঙ্গ অধিবেশন হবে এবং তাতে প্রাথমিক স্তর থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত দলটিকে পুনর্গঠন করব। তাঁর সাফ কথা, মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পরিবর্তন জরুরি।
আজ তাঁর ইঙ্গিতবহ বার্তায় স্পষ্ট, তিপরা মথা দলে খুব শীঘ্রই বড়সড় সাংগঠনিক পরিবর্তন হবে। কারণ, নির্বাচনের পর থেকে দল নানাভাবে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। তাছাড়া, নেতাদের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ফলে, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখনই শুদ্ধিকরণের পথে হাটতে চাইছে প্রদ্যোত কিশোর দেববর্মণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
2023-05-09