নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ সোমবার সকালে অনুষ্ঠিত হয় দুটি গ্রুপের বসে আঁকো প্রতিযোগিতা৷ ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী দিবস৷ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ তথ্য সংসৃকতি দপ্তরের উদ্যোগে সোমবার সকাল থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে দুদিন ব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান৷ সোমবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয় দুটি গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতা৷ এদিন প্রতিযোগিতায় আড়াইশতাধিক খুদে প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে৷ এদিন বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে খুদে শিল্পী এবং তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সকাল থেকেই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতিযোগী প্রতিযোগিনী এবং তাদের অভিভাবকদের ভিড় পরিলক্ষিত হয়৷ আগামীকালও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিবস যথাযজ্ঞ মর্যাদায় পালিত হবে৷ এজন্য তথ্য ও সংসৃকতি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম দিবস পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷