পোলস্টার:- ১১১/১০(৩৯.৫)
চলমান:- ১১২/৪(২৮.৩)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।।জয়ের ধারা অব্যাহত রাখলো তপন দেব-এর চলমান সঙ্ঘ। টানা দুই ম্যাচে জয় পেয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে চলমান সঙ্ঘ। কৃষ্ণধন নম:র বিষাক্ত স্পিনের ছোবলে কুপোকাৎ হলো পোলস্টার ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চলমামন সঙ্ঘ ৬ উইকেটে পরাজিত করে পোলস্টার ক্লাবকে। পোলস্টারের গড়া ১১১ রানের জবাবে চলমান সঙ্ঘ ২৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলেনেয়। বিজয়ী দলের কৃষ্ণধন নম: ৫ উইকেট নেন। সঙ্ঘত কারনে কৃষ্ণধনকে ম্যাচের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয়। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে পোলস্টার ক্লাব ৩৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। শুরু থেকেই নড়বড়ে চিলো পোলস্টারের ইনিংস। দুই ওপেনার অমরেশ দাস এবং কিষান মুড়াসিং চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। দলের পক্ষে শিবম পান্ডে ৬৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৫,নীহাল চন্দ্র শ্রীবাস্তব ৪০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং মহ: আলবাহার ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। চলমান সঙ্ঘের পক্ষে কৃষ্ণধন নম: (৫/৩৫) এবং জয়দেব দেব (৩/৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে চলমান সঙ্ঘ ২৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে তন্ময় ঘোষ ৩৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮ (অপ:),সোমেন মাহান্তি ৬০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৮,আরমান হুসেন ৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং দলনায়ক লক্ষ্মণ পাল ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। পোলস্টারের পক্ষে দ্বৈপায়ন ভট্টাচার্য (২/২৪) সফল বোলার।