ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ মে।। এপেক্স কাউন্সিলের বৈঠকে ১৬ জন সদস্যের মধ্যে ১৪ জনই উপস্থিত। একজন অনুপস্থিতির কারণ হিসেবে পারিবারিক অসুবিধার কথা জানালেও অপরজন অনুপস্থিতির কারণ হিসেবে কিছুই জানাননি। এপেক্স কাউন্সিলের বৈঠক এবং সাংবাদিক সম্মেলনেও অনুপস্থিত থাকার প্রেক্ষাপটে যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট। ২০২২ সালের ২১ অক্টোবর তারিখে অনুষ্ঠিত নির্বাচনের আগে ও পরে একাধিক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে দেখা গেলেও ইদানিন্তন উনার অনুপস্থিতি ক্রিকেট মহলে বহুচর্চিত বিতর্কের সৃষ্টি করেছে। সচিবকে প্রশ্ন করা হলে এক বাক্যে তিনি ব্যক্ত করেন যে বর্তমানে টিসিএ-তে প্রভূত উন্নয়নমূলক যে সমস্ত কর্মকান্ড চলছে সামগ্রিকভাবেই তা সাংবিধানিক নিয়ম মেনে চলছে। প্রেসিডেন্টকে অবগত করানোর ক্ষেত্রে কোনও রকম ত্রুটি রাখা হয় না । জরুরী কোন বিষয়ে সচিব বাধ্য হয়ে সংবিধানিক রীতি অনুযায়ী সহ-সভাপতি সকাশে যোগাযোগ স্থাপন করে বৈঠকের দিনক্ষণ স্থির করে থাকেন। সভাপতির ব্যক্তিগত কোনও অসুবিধা রয়েছে মনে করে টিসিএ-র বর্তমান এপেক্স কমিটি যথারীতি উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সভাপতিির প্রতি কমিটির অন্যান্যরা যেমন অবশিষ্ট ১৫ জনের কারো কোনও রকম অনাস্থাও নেই বলে সাংবাদিকের প্রশ্নোত্তরে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ১০ জন সদস্যের প্রত্যেকে ব্যক্ত করেন। আসন্ন সময়ে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সামগ্রিক রূপরেখা প্রভূত উন্নতি ঘটবে বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার এবং কোচ ল্যান্স ক্লুজনার ত্রিপুরা ক্রিকেটের সমস্ত ক্যাটাগরির দেখভালের দায়িত্বে আসছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সিনিয়র পুরুষ দলের জন্য হেড কোচ হিসেবে বিনীত সাক্সেনা, বোলিং কোচ হিসেবে বিনীত জৈন, অনূর্ধ্ব ২৩ পুরুষ দলের জন্য হেড কোচ রশমি রঞ্জন পরিদা, অনূর্ধ্ব ১৯ পুরুষ দলের জন্য হেড কোচ গৌতম সোম, ব্যাটিং কোচ হিসাবে ভিনসেন্ট বিনয় কুমার, অনূর্ধ্ব ১৬ পুরুষ দলের জন্য হেড কোচ রাজর্ষী চৌধুরী, বোলিং কোচ হিসেবে পল্লব দাশগুপ্ত, মহিলা দলের জন্য কোচ সন্দীপ দাহাদ ও শ্রাবনী দেবনাথের নাম চূড়ান্ত করা হয়েছে বলে উল্লেখ করেন। আগামী জানুয়ারির মধ্যে আন্তর্জাতিক স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়ে টিসিএ-র হাতে হস্তান্তরিত হবে বলে প্রত্যাশার কথা জানান। সাংবাদিক সম্মেলনে সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, সহ সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয় লাল দাস সহ ছয় জন সদস্য উপস্থিত ছিলেন।
2023-05-02