ঢাকা, ৩০ এপ্রিল (হি.স.) : বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা । দেশটিতে ডেঙ্গুতে আক্রান্তের হয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীত সংখ্যা দাঁড়াল ৬০ জনে। তবে এই সময় কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলেই সোমবার জানিয়েছে সেদেশের স্বাস্থ্য অধিদফতর।
প্রতিবেদনে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ২১ জন ও ঢাকার বাইরের ৩ জন। এ বছর ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১৬ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৫ জন। অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৮৭ জন ও ঢাকার বাইরে ৪৫৮ জন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে।