নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ মহারাজগঞ্জ বাজার থেকে পুর কর বকেয়া রয়েছে ৫ কোটি টাকা৷ আগামী দিনে কড়া ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়ে একথা বলেন মেয়র দীপক মজুমদার৷
ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এ্যাসোসিয়েশ , আগরতলা পুর নিগম এবং সি এম ও ওয়েস্ট- র যৌথ উদ্যোগে শুক্রবার এন এস রোড স্থিত বানিজ্য ভবনে একাধিক ক্ষেত্রে লাইসেন্স পুনঃনবীকরণ এবং নতুন করে করার জন্য শিবির অনুষ্ঠিত হয়৷ একই সঙ্গে লিগ্যাল মেট্রোলজি সংস্থার উদ্যোগে ওজন ও পরিমাপ যন্ত্রাদী পরীক্ষণের ব্যবস্থা করা হয়৷ এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক, সভাপতি সহ দপ্তরের আধিকারিকেরা৷ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পরেও এখনো পর্যন্ত ১২ শতাংশ ব্যবসায়ীও তাদের প্রদেয় টাকা প্রদান করেনি৷ এই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে৷ বকেয়া কর অনেকেই সঠিক সময়ে প্রদান করছে না৷ এটা অন্যায়৷ সার্বিক উন্নয়নে জন্য প্রত্যেক জনগণের দায়িত্ব রয়েছে৷ সরকার ও পুর নিগমকে সহায়তা করতে আহ্বান জানান মেয়র৷
2023-04-28

