রাজ্যেও পালিত হল ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ শনিবার সারা বিশ্বের সাথে রাজ্যে পালিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ইদ-উল- ফিতর৷ এদিন সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ আদায় হয়৷ রাজ্যে ইদের কেন্দ্রীয় নামাজ আদায় হয় আগরতলা শিব নগর সিত গেদু মিঞা মসজিদের ইদগাহ ময়দানে৷ নামাজ পাঠ করেন মৌলানা আব্দুল রহমান৷ কিন্তু ইদের আগেরদিন শুক্রবার সন্ধ্যায় ঘন্টা খানেকের ঝড় বৃষ্টিতে বহু এলাকায় বিছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ৷ সৃষ্টি হয় বিভিন্ন সমস্যা৷ তারপরেও রকমারি খাবারের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে উদযাপন করা হয় ইদ৷
পবিত্র ঈদে নামাজ পড়তে আসা ভাইদের জন্য ঠান্ডা জলের ব্যবস্থা করল ধর্মনগর প্রেস ক্লাব৷শনিবার ছিল পবিত্র ঈদের সার্বিক নামাজের দিন৷ ধর্মনগরের ডি এন ভি রোডে এই পবিত্র নামাজে জড়ো হয় কয়েক হাজার ইসলাম ধর্মালম্বী ভাই৷ প্রচন্ড গরম মানুষ হা হতাশ করছিল৷ হোটেল পঞ্চ বটির সামনে ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা ঠান্ডা পানীয় এর ব্যবস্থা করে৷ প্রচন্ড গরমে হাজারের উপর মানুষ ঠান্ডা পানীয় গ্রহণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে৷ এই প্রসঙ্গে ধর্মনগর প্রেস ক্লাবের সম্পাদক পান্না ঘোষ জানান মানুষ যেমন ঠান্ডা পানীয় পান করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে , তেমনি তাদেরকে ঠান্ডা পানীয় পান করাতে পেরে ধর্মনগর প্রেস ক্লাবের সদস্যরা নিজেদেরকে গর্বিত বোধ  করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *