বজ্রপাতে পুড়ল নারকেল গাছ, দেবীপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷   এক আজব ঘটনার সাক্ষী হল কমলা সাগর বিধানসভার দেবীপুর রাজারটিলা এলাকার মানুষ৷
শুকনো কাঠ কিংবা খরে সবাই আগুন জ্বলতে দেখেছে৷কিন্তু জ্যান্ত কোন নারিকেল গাছে দাউ দাউ করে আগুন জ্বলার ঘটনাটি নিশ্চয়ই সকলের আজব ঘটনা বলে মনে হবে৷ কিন্তু তবু সেটাই সত্যি  কমলা সাগর বিধানসভার দেবীপুর রাজারটিলা এলাকার কিরণ সরকারের বাড়িতে৷ নারিকেল গাছে বজ্রপাতের ফলে আগুন লেগে যায়৷ কাঁচা গাছেও আগুন৷  তবে এই আজব ঘটনায় কিরণ সরকারের পরিবারসহ গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *