নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ আসামের বাজারিছড়া এলাকার জবরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী৷ কাজের সুবাদে অনেকদিন ধরে কুমারঘাটে থাকেন৷ মঙ্গলবার তার এক বন্ধুর সাথে ফটিকরায় থানাধীন রাজনগর পঞ্চায়েতের চেবরী চৌমুহনির এক বাড়িতে মধু সংগ্রহ করতে গাছে চড়েন৷ গাছ থেকে পা পিছলে নিচে পড়ে যান জবরুল ইসলাম৷ হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার৷ বুধবার তার বাবা, ভাই সহ পরিজনরা ছুটে আসেন৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
2023-04-19