অরবিন্দের অলরাউন্ড পারফরম্যান্সে চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ

ব্লাডমাউথ-‌১৮০/‌৭(২০)

ইউ বি এস টি-‌৮৪/‌৭(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।চতুর্থ জয় পেলো ব্লাডমাউথ ক্লাব। পাশাপাশি শেষ আটে যাওয়ার রাস্তাও পরিস্কার করে নিলেন বাপ্পা দাস-‌রা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে ব্লাডমাউথ ৯৬ রানে পরাজিত করে ইউ বি এস টি-‌কে। প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথের গড়া ১৮০ রানের জবাবে ইউ বি এস টি ৮৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অরিভিন্দ ভের্মা ব্যাটে-‌বলে দাপট দেখিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এদিন দুপুরে সাত নম্বরে ব্যাট করতে নেমে অরভিন্দ ভের্মা-‌র ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোর গড়ে ব্লাডমাউথ। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথ ক্লাব নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে। দলের পক্ষে অরভিন্দ ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, তুষার সাহা ৩০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, প্রশান্ত ভান্ডারি ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং অনিক পাল ১৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান।ইউ বি এস টি-‌র পক্ষে অমন সিং (‌৩/‌২৬), মনোজিৎ দাস (‌২/‌২৯) এবং সুজিত দেবনাথ (‌২/‌৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌‌ইউ ইব এস টি নির্ধারিত ওভারে  উইকেট হারিয়ে   রান করতে সক্ষম হয়। দলের পক্ষে কৃষ্ণ কমল আচার্য ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, অর্কজিৎ রায় ১৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (‌অপ:‌) এবং ‌দেবানিক ব্যানার্জি ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ (‌অপ:‌) রান করেন। ব্লাডমাউথের পক্ষে অরভিন্দ ভের্মা (‌৪/‌৬) সফল বোলার। ‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *