ধর্মনগর:- ৫৯
সদর-এ:- ৬৩/৫
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।সহজেই ফাইনালে উঠলো সদর ‘এ’। পরাজিত করলো ধর্মনগর মহকুমাকে। ৫ উইকেটে। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত ম্যাচে ধর্মনগর মহকুমার গড়া ৫৯ রানের জবাবে সদর মহকুমা ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে বিজয়ী দলের স্নেহাল দত্ত। সকালে টসে জয়লাভ করে ধর্মনগর দলের অধিনায়ক জ্যাক মালাকার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ধর্মনগরের অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিলো না তা শুরু থেকেই সদর ‘এ’-র বোলাররা বুঝিয়ে দেয়। রবিবার সন্ধ্যার পর এবং সোমবার ভোর রাতে বৃষ্টি হওয়ায় উইকেট ছিলো স্যাতস্যাতে। ওই সুযোগটা কাজে লাগিয়ে শুরুতে পেসাররা এবং শেষে স্পিনাররা আটোসাটো বোলিং করে অল্প রানে গুটিয়ে দেয় ধর্মনগরকে। মাত্র ২২.২ ওভারে ব্যাট করে ৫৯ রান করার ফাকে গুটিয়ে যায় গোটা দল। দলের পক্ষে একমাত্র দেবোজিৎ দাস দুই অঙ্কের রানে পা রাখে। দেবোজিৎ ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। ওপেনার জয়দীপ দে ৯,অংশুমান সরকার ৮ এবং জ্যাক মালাকার ৮ রান করে। সদর ‘এ’-র পক্ষে আংশ ভাটনাগর (২/১), তীর্থ চক্রবর্তী (২/৫),স্নেহাল দত্ত (১/৬), দলনায়ক অর্পন ভট্টাচার্য (১/৭),তুহিন দেবনাথ (১/১৭) এবং উদয়ন পাল (১/১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সদর ‘এ’। দ্রুত হারাতে থাকে উইকেট। ওই অবস্থায় প্রথমে রাজদীপ সিনহা এবং পরে দলনায়ক অর্পন ভট্টাচার্য রুখে দাড়ায়। এবং সদর ‘এ’কে প্রত্যাশিতভাবে ফাইনালে তুলে। রাজদীপ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং অর্পন ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ (অপ:) রান করে। ধর্মনগরের পক্ষে অংশুমান সরকার (১/৭), জ্যাক মালাকার (১/১০), বীপ্রণ দাস (১/১১), বিহান দাস (১/১২) এবং দেবোজিৎ দাস (১/১৫) সফল বোলার।

