নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ২০২২-২৩ অর্থবর্ষে গভর্নমেন্ট ই-মার্কেট প্লেস বা জেম-এর মাধ্যমে ২ লক্ষ কোটি টাকার পণ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন দেশের সর্বত্র সরকারের বিভিন্ন পণ্য সামগ্রী সংগ্রহ করার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।মহিলা শিল্পদ্যোগী, নতুন উদ্যোগ এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগী সংস্থাগুলো যাতে জেম ব্যবস্থাপনায় যুক্ত হতে পারে, প্রধানমন্ত্রী সেই বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন বলে মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন।
2023-04-01