ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ।।
ষষ্ঠ স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হলো ত্রিপুরাকে। জাতীয় সাবজুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতায়। আসামের সোনাপুরের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আসর। বৃহস্পতিবার সকালে দিল্লির বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেও হেরে যায় ত্রিপুরা। ফলাফল ১৯-১৫। বিকেলে অপর ম্যাচে চন্ডিগড়ের বিরুদ্ধে দুরন্ত খেলে জয় পায় ত্রিপুরা। ১৬-১২ গোলে। ম্যাচের শুরু থেকেই প্রধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরার খেলোয়াড়রা। এবং প্রথমার্ধেই লিড নিয়ে নেয়। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ও পায়। ষষ্ঠ স্থান নির্ণায়ক ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ ছিলো দাদরা ও নগর হাবেলী। নির্ধারিত সময়ে ত্রিপুরা দল মাঠে উপস্থিত থাকলে দেখা মিললো না প্রতিপক্ষ দলের। শেষ পর্যন্ত ত্রিপুরাকে জয়ী ঘোষনা করা হয়। এবং ত্রিপুরা আসরে ষষ্ঠ স্থান দখল করে। রাজ্য সংস্থার সচিব লিটন রায় গুয়াহাটি থেকে এ খবর জানিয়েছেন। তিনি বলেন,”আসরের সবথেকে শক্তিশালী দল দিল্লির বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছে আমাদের খেলোয়াড়রা। কিন্তু সামান্য ভুলে হারতে হয়েছে আমাদের। তবে আমাদের ছেলেরা প্রত্যাশার থেকে ভালো খেলার চেষ্টা করেছে”। আজ রাজ্যে ফিরবে ত্রিপুরা দলের খেলোয়াড়রা।