বেঙ্গালুরু, ৩০ মার্চ (হি.স.): কর্ণাটকে এবারের বিধানসভা নির্বাচনে ৬০টির বেশি আসনের গন্ডি পেরোতে পারবে না বিজেপি। এই দাবি করলেন কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৃহস্পতিবারই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা দাবি করেছেন, রাজ্যে ১৫০টি আসনে জিতবে বিজেপি। ইয়েদুরাপ্পার এই মন্তব্যের প্রেক্ষিতে সিদ্দারামাইয়া বলেছেন, “৬০টির বেশি আসনের গন্ডি পেরোতে পারবে না বিজেপি।”
কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন সিদ্দারামাইয়া। তিনি বলেছেন, “আমাদের কোনও রাজনৈতিক দলের থেকে ভয় নেই, আমরা নিজেদের জোরেই রাজ্যে ক্ষমতায় ফিরে আসব।” এদিন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার বলেছেন, “কর্ণাটকের মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যে আমাদের সরকার গঠিত হবে।”

