প্রতিষ্ঠা দিবসে রাজস্থানের জনগণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সুখ ও সমৃদ্ধিও কামলা করলেন মোদী

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): প্রতিষ্ঠা দিবসে রাজস্থানের জনগণকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী গৌরবময় ঐতিহ্য সমৃদ্ধ রাজস্থানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। রাজস্থানের সুখ ও সমৃদ্ধিও কামনা করেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজস্থান দিবসে রাজ্যের সমস্ত ভাই ও বোনদের আমার শুভেচ্ছা। এই উপলক্ষে আমি গৌরবময় ঐতিহ্যে সমৃদ্ধ এই রাজ্যের সর্বাত্মক উন্নতি কামনা করছি। প্রসঙ্গত, ৩০ মার্চ দিনটি রাজস্থানের স্থাপনা দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *