নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবিতে পুরো বিরোধীরা ঐক্যবদ্ধ। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই কথা জানিয়েছে বলেছেন, আজ তিনি জেপিসি-র দাবির বিষয়ে বিরোধী সাংসদদের সাথে একটি বৈঠক করেছেন, সেই সময় সমস্ত সাংসদ জেপিসি গঠনের বিষয়ে সংহতি দেখিয়েছেন।
খাড়গে বলেন, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধীদের বিরক্ত করছে। কর্ণাটকে প্রতিদিনই ঘটছে কেলেঙ্কারি। এটা সকলেরই জানা যে প্রকল্পের তহবিলের ৪০ শতাংশই নষ্ট হয়ে যাচ্ছে দুর্নীতিতে। এসব ঘটনার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বোঝা যায় তদন্তকারী সংস্থাগুলো কীভাবে কাজ করছে।