বিষাক্ত কেউটের কামড় খেয়েও সাপ ধরে সোজা হাসপাতালে যুবক

ক্যানিং, ২৮ মার্চ (হি. স.) : বিষধর কেউটে সাপের কামড় খেয়ে সাপ ধরে নিয়ে সোজা হাসপাতালে এলেন এক যুবক। দীর্ঘ পথ অতিক্রম করে হাসপাতালে আসতে দেরি হওয়ায় তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হয়ে পড়ে। ক্যানিং মহকুমা হাসপাতালে এলে চিকিৎসকরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের সিসিইউতে রেখে শুরু হয় চিকিৎসা।

পরিবার ও হাসপাতাল সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার বাসিন্দা প্রশান্ত মুন্ডাকে সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিষাক্ত কেউটে সাপ কামড় দেয়। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে তার পায়ে কামড়ায় সাপটি। কিন্তু ভয় না পেয়ে দ্রুত একটি লাঠির সাহায্যে সাপটিকে ধরে ফেলে সে। এরপর প্রতিবেশী যুবকদেরকে সাথে নিয়ে ওই সাপ সহ সটান হাজির হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু তার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ হয়ে পড়ে ততক্ষণে। সাপে কামড়ানোর পর ওই বিষাক্ত কেউটেকে ধরে হাসপাতালে নিয়ে আসায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। সাপের কামড়ানোর সঠিক চিকিৎসার জন্যই সাপটিকে ধরে এই দীর্ঘপথ অতিক্রম করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই জানান রোগীর পরিজনরা। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে আসতে দেরি হওয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। তবে বর্তমানে রোগী অনেকটাই ভালো রয়েছেন। পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন, সাপে কামড়ালে সাপ ধরে হাসপাতালে নিয়ে আসার কোন প্রয়োজন নেই। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই সাপে কামড়ানো রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।