ছৈলেংটায় আটক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷  দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে ধরা পরল এক চোর৷ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে আটক করা হয়েছে৷ ঘটনা ছৈলেংটায়৷ দীর্ঘদিন  পর চোরকে আটক করতে সক্ষম হলেন ছৈলেংটা এলাকায়  জনগণ৷  আটক চোরের  নাম বিকাশ রবি দাস৷বাড়ি ধর্মনগর৷ জানা যায়, দীর্ঘদিন ধরে চুরি হচ্ছিল ছৈলেংটা এলাকার তিলকপাড়া গ্রামে৷ কিন্তুু চোরকে ধরতে পারছিলো না৷  এক বাড়িতে সিসি ক্যামেরার মধ্যে ধরা পরে সেই চোরের ছবি৷ সেইদিন থেকে সেই চোরকে খুজতে থাকে গ্রামবাসী৷ আজ ছৈলেংটায় আসতেই তাকে ধরে পেলে এলাকার লোকজন৷ তখন চোরকে ঘনধোলাই দিতে থাকে৷ চোর শিকার করে সে  কি কি চুরি করেছে৷  তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চোরকে  থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে৷