অসমে ডিলিমিটেশনের মহড়া স্থগিত রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ প্রদেশ তৃণমূল কংগ্রেসের

গুয়াহাটি, ২৭ মার্চ (হি.স.) : অসমে ডিলিমিটেশনের মহড়া আগামী তিন বছরের জন্য স্থগিত রাখতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস।

আজ সোমবার গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের ব্যাঙ্কুয়েট হল-এ বেলা একটায় ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) আহূত বৈঠকে অংশগ্রহণের আগে অসম প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতা রিপুন বরা জানান, গত ২২ মার্চ ইসিআই-এর কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকপত্র জমা দিয়েছেন তাঁরা। ওই স্মারকপত্রে তাঁরা কমিশনকে আগামী তিন বছরের জন্য চলমান ডিলিমিটেশন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। এতে তাঁরা আগামী ২০২৬ সালে গোটা দেশের সঙ্গে অসমে এই মহড়া চালানোর অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, স্মারকপত্রে তৃণমূল জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং জনসংখ্যার আদমশুমারির প্রসঙ্গ উত্থাপন করেছে। স্মারকপত্রে বলা হয়েছে, অসমে সীমানা পুর্নির্ধারণের মহড়া ২০০৩-২০০৪ সালে শুরু হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৮ সাল পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। সে সময় সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সংশোধিত এনআরসি প্রকাশের পর চালানোর কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

অসম তৃণমূল নেতা রিপুন আরও জানান, ২০১৯ সালের অগাস্ট মাসে প্রকাশিত এনআরসি-র তালিকা থেকে প্রায় ১৯ লক্ষ আবেদনকারীর নাম কেটে ফেলা হয়েছে। এনআরসি প্রক্রিয়া অনুসারে আবেদনকারীদের তাঁদের নাম কর্তনের কারণ সম্পর্কে অবহিত করা হয়নি। ফলে তাঁরা এখনও এনআরসি-তে অন্তর্ভুক্তির জন্য তাঁদের মামলাগুলি পর্যালোচনা করার জন্য আপিল পিটিশন দায়ের করতে সক্ষম হননি।

রিপুন বরা জানান, স্মারকপত্রে তাঁরা লিখেছেন, ২০০৮ সালে অসমে সীমানা পুনর্নির্ধারণের মহড়া স্থগিত রাখার কারণ ছিল এনআরসির সম্পূর্ণ প্রক্রিয়া চূড়ান্ত না করে এবং বিদেশিদের চিহ্নিত না করে কোনও উদ্দেশ্য পূরণ করবে না। আজ বৈঠকে এই বিষয়টিই ভারতের নির্বাচন কমিশনের কাছে রাখবেন, জানান অসম তৃণমূল কংগ্রেস নেতা রিপুন।