১০০ দিনের কাজ প্রকল্পে মজুরির হার বাড়িয়েছে কেন্দ্র, পয়লা এপ্রিল থেকেই কার্যকর

কলকাতা, ২৭ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরির হার বৃদ্ধি করেছে। বিভিন্ন রাজ্যে তা ৭ থেকে ২৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী পয়লা এপ্রিল থেকে নতুন হার কার্যকর হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বর্তমানে ১০০ দিনের কাজ প্রকল্পে অদক্ষ শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরী ২২৩ টাকা, স্বল্প দক্ষ শ্রমিকদের ৩৩৪ টাকা ও দক্ষ শ্রমিকদের ৪৪৬ টাকা।
হরিয়ানার সর্বোচ্চ দৈনিক মজুরি বেড়ে হয়েছে দৈনিক ৩৫৭ টাকা। সর্বনিম্নে রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, সেখানে ২২১ টাকা। বিহার এবং ঝাড়খণ্ড গত বছরের তুলনায় প্রায় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে মজুরি। গত বছর, এই দুই রাজ্যে একজন মনরেগা শ্রমিকের দৈনিক মজুরি ছিল ২১০ টাকা। তা বেড়ে হয়েছে ২২৮ টাকা।